কোনাবাড়ী থানার সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন,আব্বাস উদ্দিন খোকন
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোনাবাড়ী থানার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্বাস উদ্দিন খোকন।
তিনি বলেন “কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।