সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু গাকৃবিতে আন্ত:অনুষদ ও আন্তঃহলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কোনাবাড়ীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

স্টাফ রিপোর্টারঃ / ৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৮ জুন, ২০২৩

গত এক মাসের ওভার টাইম (ওটি) এবং মারধরের ঘটনায় গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। রোববার (১৮ জুন) দুপুরে নগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায়  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ফাইজা ইন্ডাস্ট্রি লিঃ নামে একটি পোশাক কারখানার এ ঘটনা ঘটে। শ্রমিকরা কাজে যোগদান না করে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, নগরীর বাইমাইল এলাকায় ফাইজা ইন্ডাস্ট্রি লিমিটেড নামে পোশাক কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করেন। গেল-এক মাসের ওভার টাইমের টাকা বকেয়া রয়েছে দেই-দিচ্ছি বলে মালিকপক্ষ থেকে শ্রমিকদের ঘুরাচ্ছেন। এ পর্যন্ত বেশ কয়েক বার মালিকপক্ষ থেকে শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করার আশ্বাস দিয়েও দেয়নি। তাই তাঁরা কারখানার কাজে যোগদান না দিয়ে মালিকপক্ষের কাছে বকেয়া অতিরিক্ত কাজের টাকা দাবি করেন।
এ সময় কারখানা প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান একজন শ্রমিককে থাপ্পড় মারলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানা থেকে বরে হয়ে কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। পরে গাজীপুর মেট্রোপলিটন  কোনাবাড়ী থানার অফিসার ইচার্জ (ওসি) কে এম আশরাফ উদ্দিন খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকেরা বকেয়া ওভার টাইম না পাওয়া পর্যন্ত তাঁরা কারখানার ভেতরেই বিক্ষোভ করতে থাকেন।
কারখানার সুইং অপারেটর আনোয়ারা বেগম ও জাকিরোন নেছা বলেন, আমরা ওই কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছি। গত মাসের বেতন দিলেও ওভার টাইমের  একজন শ্রমিকের সাত থেকে আট হাজার করে টাকা বকেয়া রয়েছে। প্রশাসনিক কর্মকর্তা জানান, শ্রমিকদের সাথে খারাপ আচারণ করা হয়নি। তাঁরা ওভার টাইমের যে টাকা পাবে মালিক আগামিকাল সোমবার দেওয়ার আশ্বাস দিয়েছেন।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, শ্রমিকদের বকেয়া ওভার টাইমের টাকা মালিক পক্ষ থেকে আজ সোমবার দেয়ার আশ্বাস দিয়েছেন। শ্রমিকদের বুঝিয়ে বলা হয়েছে এবং তাঁরা তা মেনে নিয়ে কাজে যোগ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর