কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ
চাঁদপুরের মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে চালিয়ে ৪৮০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে। রবিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চাঁদপুর স্টেশনে কর্মরত কোস্টগার্ড সদস্যরা জেলার মতলব উত্তরের দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারে ১২ জেরিক্যান (আনুমানিক ৪৮০ লিটার) অবৈধ ডিজেল জব্দ করা হয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডিজেল বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অবৈধ ডিজেল ও ট্রলারটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, ‘বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ‘