গলাচিপায় ভূমির জটিলতা নিরসনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পটুয়াখালীর গলাচিপায় ভুমির জটিলতা নিরসনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আনুষ্টিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে সমাপনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মু. সাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, স্বপন কুমার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ওয়ানা মারজিয়া নিতু, পৌর কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল সহ ভূমি অফিসের প্রতিনিধিরা। প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের দেশের ভূমি ব্যবস্থাপনা জটিলতা সৃষ্টির মূল কারণ হচ্ছে অসচেতনতা, শিক্ষার অভাব এবং দারিদ্রতা। যার ফলে পূর্বপুরুষ থেকে বর্তমান সময় পর্যন্ত এই ভূমি সমস্যা দিনকে দিন জটিলতায় পড়েছে। বর্তমান সরকার, ভূমি ব্যবস্থাপনা ও তার প্রতিকারের লক্ষ্যে ভূমি অফিসের গতিশীলতা ও ভূমি সেবা প্রাপ্তির জন্য সহজতর করণে জনসচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।