বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

গাজীপুর-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

নির্বাচন সামনে রেখে গাজীপুরের-২ আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে চাইছেন ভোট। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এরই মধ্যে গাজীপুর-২ আসনে নির্বাচনে জমে উঠেছে প্রচার-প্রচারণায়। দিন যতো এগিয়ে আসছে, প্রচারণা ততই বাড়ছে। নৌকার প্রার্থী সকাল থেকে মধ্য রাত পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছেন ভোটারের দ্বারেদ্বারে।
পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। গাজীপুর- আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলিমুদ্দিন বুদ্দিন এবং ঈগল প্রতীক নিয়ে লড়ছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মো: সাইফুল ইসলাম।
গতকাল মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল গণ-সংযোগে ব্যস্ত সময় পার করছেন ভোটারদের সাথে। সকাল থেকে গাজীপুর সদর কাউতিয়া এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। ভোটের দিন সকাল সকাল ভোট দিতে আহ্বান জানান ও নৌকা মার্কায় ভোট চাইছেন রাসেল।
অপরদিকে মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মো সাইফুল ইসলাম সকাল থেকে টঙ্গীর কলেজ গেইট এলাকায় প্রচারণা চালায়। পরে, বনমালা ও চেরাগ আলী এলাকায় গণসংযোগ করেন ভোটারদের সাথে।
স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, সুষ্ঠু ভোট হলে এবার এ আসনে পরিবর্তন আসবে। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম  এসময় উপস্থিত ভোটারদের উদ্দেশ্য করে বলেন, সড়ক সংস্কার, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, মাদকের প্রবণতাসহ বেশ কিছু সমস্যা রয়েছে এ আসনে। তাছাড়া ব্রিজ, কালবোর্ডের মতো কিছু স্থাপনাও প্রয়োজন। ৭তারিখে বিজয় করলে সব সমস্যার সমাধান করার আশ্বাস দেন তিনি। আসনটিতে তরুণ প্রার্থী হিসেবে ভোটের মাঠে দারুণ সাড়া পাচ্ছেন সাইফুল।
গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আলিমুদ্দিন বুদ্দিন তিনিও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ট্রাক প্রতীকে দিতে
ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি।
উল্লেখ্য গাজীপুর-২ সংসদীয় এলাকাটি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নাম্বার ওয়ার্ড থেকে ৩৯ নাম্বার ওয়ার্ড (গাজীপুর সদর) ও ৪৩ নাম্বার ওয়ার্ড থেকে ৫৭ নাম্বার ওয়ার্ড (টঙ্গী) এলাকা এবং গাজীপুর ক্যান্টনমেন্ট (গাজীপুর সদর) এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৭৮ হাজার ৯৯০জন। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩লাখ ৯১ হাজার ৩৪টি এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩লাখ ৮৭ হাজার ৯৫৬টি। এ আসনের গাজীপুর সদর এলাকার ভোটার ৪ লাখ ১৪ হাজার ৪৫৩ জন এবং টঙ্গী এলাকার ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৬৩৭ জন। এ আসনের মোট ভোট কেন্দ্র সংখ্যা হলো ২৭২টি, বুথ সংখ্যা ১৬৮৯টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর