গাজীপুরে জামায়াত শিবিরের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/11/IMG-20231120-WA0022-700x390.jpg)
গাজীপুর সিটি করপোরেশন এর তেলিপাড়া থেকে জামায়াত শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মহানগরীর তেলিপাড়া ফারিশতা রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর মহানগরের যোগীতলা এলাকার মারুফ আহমেদ (১৮), একই এলাকার পূর্ব চান্দনা এলাকার রিফাত হোসেন (১৮), মহানগরের সামন্তপুর এলাকার রাশেদুল ইসলাম (২৩), গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা গ্রামের ইসমাইল হোসেন (১৫), একই এলাকার ইমাম হোসাইন (১৭), গাজীপুর মহানগরের ভোগড়া জুম্মাপাড়া এলাকার মো. জোবায়ের (১৯), গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকার জামিল উদ্দিন রিফাত (১৮), গাজীপুরের দক্ষিণ সালনার তাসলিমার বাড়ির ভাড়াটিয়া মো. মাজদার রহমান (৩৫) ও গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকার মো. রহমত আলী (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের তেলিপাড়া এলাকায় সোমবার সকালে জামাত ও শিবিরের বেশ কিছু লোকজন জড়ো হয়ে নাশকাতা করার পরিকল্পনা করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। এসময়ে বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।
গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, বিএনপি-জামায়েতের হরতাল ঘিরে নাশকতার করার চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটকৃতদের নামে নাশকতার মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।