গাজীপুরে নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
গাজীপুরের তুরাগ নদীতে গোসল করতে গিয়ে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ আগষ্ট) সকাল ১১ টাট ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত হলো, গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কড্ডা খোয়ারপাড়া এলকার আকবর আলীর ছেলে সাঈম হোসেন (১২) ও একই এলাকার ইদ্দি হাসানের নাতি শিশির (১১)।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১১ টার দিকে কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদীতে গোসল করতে নামে ওই ৩জন শিশু। গোসল করতে গিয়ে দুইজন শিশু পানির নিচে তলিয়ে যায়। পরে পাশে থাকা অপর শিশুর চিৎকারের লোকজন ছুটে এসে নদীতে নেমে খুঁজতে শুরু করে।
পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কতৃব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এসআই মতিউজ্জামান বলেন, ৩ জন শিশু পানিতে গোসল করতে নামে। এরমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। শিশু দু’টির লাশ পরিবারের কাছে রয়েছে।