রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

গাজীপুরে ৩ কোটি ৭৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার গ্রেপ্তার-৪

রিপোর্টারের নাম : / ৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন কামারগাও এলাকায় বাসের ভিতর অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। যার বর্তমান মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা। এসময় মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয় ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর ) এর কার্যালয়ে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (ডিবি উত্তর) এর উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,গাজীপুর জেলার কাপাসিয়া থানার চক বহর গ্রামের আবুল কাশেমের ছেলে শামীম হোসেন (৩৬), টঙ্গী পূর্ব থানাধীন সিকদার পাড়া এলাকার মৃত ইমান আলীর ছেলে এমারত (৩২),ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধানীখোলা গ্রামের মৃত আইয়ুব আলী খানের ছেলে
ইব্রাহিম খলিল (৫৭) এবং একই জেলার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রমজান আলী (৫৪)।

উপ-পুলিশ কমিশনার জানান,সোমবার (১৯ ফেব্রুয়ারী) রাত ৪ টার সময় মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর),একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে টঙ্গীর উদ্দেশ্যে ছেড়া আসা একটি বাসে অভিযান পরিচালনা করে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে আসামীরা কৌশলে পালানোর চেষ্টা করলে তাদেরকে হেফাজতে নিয়ে এবং তাদের দেয়া তথ্য মতে বাসের ভিতরে বিভিন্ন স্থান হতে সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো ১৩ টি প্যাকেটে সর্বমোট ৬২৫ টি নীল রংয়ের জিপারে রক্ষিত ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসময় তিনি বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাসটির হেলপার ও ড্রাইভারের সহায়তায় পলাতক আসামী মোঃ আমিরুল ইসলাম (৪০) ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন আসামী বাসটির মধ্যে বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখে। তারা আরো জানায় বাসটি নিয়মিত এই রুটে ইয়াবা পরিবহন করে আসছিলো। উক্ত বাসটি মূলত বিভিন্ন সময়ে রিজার্ভ যাত্রী নিয়ে টঙ্গী থেকে কক্সবাজার রুটে চলাচল করলেও তাদের মূল লক্ষ্য ছিল ইয়াবা পরিবহন করা। আসামীগণ একটি সংঘবদ্ধ চক্রের পেশাদার মাদক (ইয়াবা) পরিবহনকারী ও মাদক (ইয়াবা) ব্যবসায়ী।

তিনি আরো বলেন,দীর্ঘদিন ধরে এই রুট ব্যবহার করে মাদক পরিবহন ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছে গ্রেফতারকৃতরা। তাদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর