বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ

গাজীপুরে ৫ আসনে ভোট গ্রহণ শুরু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

সারাদেশের ন্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করলেও গাজীপুরে পাঁচটি আসনে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৫ আসনে মোট ২৬ লাখ ১৩ হাজার ৩২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। পাঁচটি আসনেই আওয়ামীলীগের প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী রয়েছে শক্ত অস্থানে।
গাজীপুর-১ ও ২ আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি খুবই কম। কাজি আজিমুদ্দিন কলেজের ৫৫- কেন্দ্র ১ এর দায়িত্বে প্রিজাইডিং অফিসার  গোলাম মোস্তফা সুমন বলেন, শীতের সময় সকালে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে জানান তিনি।
গাজীপুর-১ আসনটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নাম্বার ওয়ার্ড থেকে ১৮ নাম্বার ওয়ার্ড এলাকা অর্থাৎ গাজীপুর মহানগরীর বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৮৫২ জন। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩লাখ ৪৬ হাজার ৩৪৪ এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩লাখ ৪৯ হাজার ৫০৮। এ আসনের কালিয়াকৈর উপজেলা এলাকায় ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৪৪৭ জন এবং গাজীপুর মহানগরী এলাকায় ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
গাজীপুর-২ সংসদীয় এলাকাটি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নাম্বার ওয়ার্ড থেকে ৩৯ নাম্বার ওয়ার্ড (গাজীপুর সদর) ও ৪৩ নাম্বার ওয়ার্ড থেকে ৫৭ নাম্বার ওয়ার্ড (টঙ্গী) এলাকা এবং গাজীপুর ক্যান্টনমেন্ট (গাজীপুর সদর) এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৭৮ হাজার ৯৯০জন। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩লাখ ৯১ হাজার ৩৪টি এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩লাখ ৮৭ হাজার ৯৫৬টি। এ আসনের গাজীপুর সদর এলাকার ভোটার ৪ লাখ ১৪ হাজার ৪৫৩ জন এবং টঙ্গী এলাকার ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৬৩৭ জন।
গাজীপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী এলাকা গাজীপুরের শ্রীপুর উপজেলা (পেীরসভাসহ) এবং গাজীপুর সদর উপজেলাধীন ভাওয়ালগড়, মির্জাপুর ও পিরুজালি ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৯৪হাজার ৪২৭ জন। এখানে পুরুষ ভোটার সংখ্যা ২লাখ ৪৫হাজার ৪৩৪জন এবং মহিলা ভোটার সংখ্যা ২লাখ ৪৮হাজার ৯৯৩জন। তাদের মধ্যে শ্রীপুর উপজেলা এলাকার ভোটার ৩ লাখ ৯২ হাজার ২৫১ জন এবং সদরের ৩ ইউনিয়নের ভোটার ১ লাখ ২ হাজার ১৭৬ জন।
গাজীপুর-৪ নির্বাচনী এলাকাটি কেবলমাত্র কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩লাখ ১০হাজার ৭৪৭জন। এখানে পুরুষ ভোটার হলো ১লাখ ৫৪হাজার ৮৭১টি এবং মহিলা ভোটার ১লাখ ৫৫হাজার ৮৭৬টি।
গাজীপুর-৫ আসনের নির্বাচনী এলাকা গাজীপুরের কালিগঞ্জ উপজেলা (পৌরসভাসহ) এলাকা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার ৪০, ৪১, ৪২ এবং গাজীপুর সদর উপজেলাধীন বাড়িয়া ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩লাখ ৩৩হাজার ৬১৩জন। এখানে পুরুষ ভোটার ১লাখ ৬৯ হাজার ৭২টি এবং মহিলা ভোটার সংখ্যা হলো ১লাখ ৬৪হাজার ৫৪১টি। এ আসনের কালীগঞ্জ উপজেলা এলাকার ভোটার ২ লাখ ৪৩ হাজার ৯০০ জন এবং অন্যান্য এলাকার ভোটার ৮৯ হাজার ৭১৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর