চিরিরবন্দর এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি পালিত
এগারো পেরিয়ে বারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন এ স্লোগানকে সামনে রেখে চিরিরবন্দর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দর্শক সমাদৃত এশিয়ান টেলিভিশন এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা।
৩১শে জানুয়ারি বুধবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মানিক হোসেনের সঞ্চলানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা আওয়ামলীগের সহ- সভাপতি ও ভাইস চেয়ারম্যান শ্রী জোতিষ চন্দ্র রায়, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি- আবুল হাসনাত খান।
এছাড়াও বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহফুজুল ইসলাম আসাদ, সিনিয়র সাংবাদিক সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, সাংবাদিক একরামুল হক চঞ্চল প্রমূখ।