চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে জামায়াত বিএনপি’র নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী’লীগ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জেলা যুব মহিলা লীগ সভাপতি আফরোজা পারভীনের নেতৃত্বে বিশাল একটি র্যালী চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের কার্যালয় থেকে শুরু করে সারা শহর প্রদক্ষিণ শেষে আবারও কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ সভাপতি আফরোজা পারভীন, সহ সভাপতি ইভা খাতুন, সহ সভাপতি পূর্ণিমা হালদার, সাংগঠনিক সম্পাদক চিনি খাতুন, জয়েন্ট সেক্রেটারী-২ আলীজা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহানারা বেগম, অর্থ সম্পাদক চম্পা খাতুন, সদর উপজেলা সাধারণ সম্পাদক কাজলী খাতুন, দামুরহুদা উপজেলা সভাপতি সাহিদা খাতুন, আলমডাঙ্গা উপজেলা সভাপতি মনিরা খাতুন, কুমারী ইউনিয়ন সভাপতি জাহানারা খাতুন, পৌর ৯নং ওয়ার্ড সভাপতি আরজিনা খাতুন সহ জেলা-উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।