সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

টিকফা নিয়ে ঢাকা-ওয়াশিংটন বৈঠক আজ

রিপোর্টারের নাম : / ৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের ইন্টারসেশনাল বৈঠক হবে আজ রোববার। বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ ওয়াশিংটন এবং ঢাকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিন দিনের সফরে এরই মধ্যে ঢাকা এসেছে মার্কিন প্রতিনিধি দল। কূটনৈতিক সূত্রের দাবি, বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও চলমান জটিলতা নিরসনে প্রতিনিধি দল আলোচনা করবে। ওয়াশিংটন শ্রম সংস্কার, মেধাস্বত্ব ও তথ্য সুরক্ষা আইনের মতো বিষয়ে জোর দেবে। বিপরীতে বাংলাদেশ এসব ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে বাণিজ্য সুবিধা চাইবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বৈঠকের জন্য বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে, শ্রম ইস্যুতে আন্তর্জাতিক শ্রম সংস্থার পথনকশা অনুযায়ী যেসব সংস্কার বাস্তবায়িত হয়েছে, তা তুলে ধরা হবে। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের বাণিজ্য সুবিধা বিষয়ে আলোচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর