সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু গাকৃবিতে আন্ত:অনুষদ ও আন্তঃহলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কোন আপোষ নয়,মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১১ জুন, ২০২৩

তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এবার কোন আপোষ নেই,জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে নির্বাচনের আগে শেখ হাসিনা সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আ’লীগ দশটি আসনও পাবে না বলে মন্তব্য করেন। রোববার (১১ জুন) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
মহানগর গঠনের ১৩ বছর পর গাজীপুরে প্রথম বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রোববার সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকেন সম্মেলনস্থলে।
শহরের টেকনগপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সমবেত হন ৫৭ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন-,যেকোন মূল্যে এবার কারচুপির ভোট প্রতিহত করতে। অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি দাবি করেন,নিরপেক্ষ নির্বাচন হলে দশটি আসনও পাবে না লুটপাটের এই সরকার।
অনুষ্ঠান মহানগরের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। দ্বি বার্ষিক সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর মহানগর কমিটির সভাপতি হন শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এম মঞ্জুরুল করিম রনি। এর আগে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে লণ্ডন থেকে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর