শিরোনামঃ
তিন শতাধিক গাড়ী বহর নিয়ে শান্তি সমাবেশে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম
ঢাকার ‘শান্তি সমাবেশে’ ৩ শতাধিক গাড়ির বহর নিয়ে যোগ দিতে গিয়েছেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো.জাহাঙ্গীর আলম। বুধবার (১২ জুলাই) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সমাবেশে যোগ দেওয়ার জন্য রওয়ানা হওয়ার আগে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আয়োজিত “ঢাকার শান্তি সমাবেশে কেউ যাতে শৃঙ্খলা ভঙ্গ করতে না পারে এই জন্য গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় যাচ্ছি, প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে ।
তবে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েকশ বাস এক সাথে যাত্রা শুরু করায় সকাল থেকে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় । এতে ভোগান্তিতে পড়েন এ মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর