বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোর ঝিকরগাছার সাবেক এসিল্যান্ডকে আহত করা মামলায় দুইজনের কারাদণ্ড দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ বেনাপোলে ধর্ষক মানুষরুপী পশুদের ফাঁসির দাবিতে মানববন্ধন মোটরসাইকেল চোরাচালানীদের ধরতে সড়ক দূর্ঘটনায় এক বিজিবি সদস্য নিহত, আহত এক কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারীসহ আটক- ৯ দেশব্যাপী নারী নিপীড়নের ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন কাজিপুরে এবার অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার  লালমনিরহাটে মাথা বিহীন মরদেহ উদ্ধার স্বামী ৩ দিনের রিমান্ডে! শ্রীপুরে চার বছরের শিশুর গায়ে সৎ বাবার গরম ছুরির ছ্যাঁকা যশোরের ঝিকরগাছায় জমি দখলকারীদের হামলায় মা-ছেলে জখম বেনাপোলে পাসপোর্টযাত্রীর জাল ভ্রমণকর সরবরাহের অভিযোগে আবারও শামিম আটক

পঙ্গু মাহবুবের চিকিৎসায় হাত বাড়ান

খাইরুল ইসলাম মুন্না (বেতাগী) বরগুনা. / ১১২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

দারিদ্র ও অসসহায় পরিবারের সন্তান মো: মাহবুব হোসেন। ঢাকায় গার্মেন্টসে চাকারি করতো। ২০২০ সালে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ীর ধাক্কায় রাস্তার মধ্যে পড়ে যায়। এ সড়ক দুর্ঘটনায় তাঁর পাজোরের হাড়ে আঘাতলাগে। ঐ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠান। কিন্ত সেখানে উন্নত চিকিৎসা না হওয়ায় চিকিৎসার অভাবে দিন দিন তাঁর দুই পাজোরের হাড় নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে সে পঙ্গু অবস্থায় জীবন-যাপন করছে।
চিকিৎসকরা বলেছেন, তাঁর পাজোরের হাড় নষ্ট হয়েগেছে। এখন অপারেশন ও উন্নত চিকিৎসা করতে হবে। উন্নত চিকিৎসা হলে সে আগের ন্যায় স্বাভাবিক হাঁটা চলা করতে পারবে। তাঁর চিকিৎসায় সবকিছু মিলে প্রায় ৬ লাখ টাকা দরকার। এই টাকা যোগাড় করে চিকিৎসা করানোর মত কোন অবস্থা নেই অসহায় মাহবুব হোসেনের পরিবারের।
মাহবুব হোসেন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডর বাসিন্দা। ৪ সদস্যের পরিবারের বাবা মো: খোরশেদ আলম আগেই মারাযান। বৃদ্ধ মা জবেদা বেগম সেও মানসিক রোগী। আর একমাত্র বোন জেসমিন আক্তারও স্বামী পরিত্যক্তা হয়ে তাঁর সাথেই থাকছেন।
মাহবুবের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর আয়েই কোন রকমের চলতো সংসার। পঙ্গু হওয়ায় এখন কিছুই করতে পারে না। দুর্ঘটনায় পতিত হওয়ার আগে সে বিয়ে করে ছিলেন। তাঁর জীবনের এই চরম দুর্দিনে সেও এখন পাশে নেই। অবস্থান করছেন বউয়ের বাবার বাড়ীতে।
কোন হৃদয়বান ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়ান তবেই পঙ্গুত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। আর্থিক সহায়তার জন্য মোসা: খাদিজা বেগম, বিকাশ নং- ০১৭২১৯০২৪২৩ নাম্বারে দানশীল ব্যক্তিরা টাকা পাঠাতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর