পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রনি
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মহানগরসহ দেশ বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নগরীর ৭ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম রনি।
অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।শুভেচ্ছা বার্তায় আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোস্ত আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন। তিনি আরো বলেন, ঈদে গাজীপুর মহানগর ও দেশবাসী সহ সর্বস্তরের মানুষের দীর্ঘায়ু, সুখ শান্তি কামনা করেন।