বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, গ্রেফতার ৪ সুন্দরগঞ্জে জুয়া ও মাদকদ্রব্য বন্ধের দাবিতে মানববন্ধন গাজীপুরে বিএনপির দুই গ্রুপের কোন্দল,দলীয় প্রধানের ছবি ভাংচুর যশোরের বেনাপোলের লিটনের ১৭ বছরের সাজা জামিনের কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করায় যশোরে কারারক্ষীর বিরুদ্ধে মামলা চরহাজারীতে ব্যবসায়ী শেখ ফরিদ খোকন এর রমজানের ফুড প্যাকেজ বিতরণ যশোর ঝিকরগাছার সাবেক এসিল্যান্ডকে আহত করা মামলায় দুইজনের কারাদণ্ড দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ বেনাপোলে ধর্ষক মানুষরুপী পশুদের ফাঁসির দাবিতে মানববন্ধন মোটরসাইকেল চোরাচালানীদের ধরতে সড়ক দূর্ঘটনায় এক বিজিবি সদস্য নিহত, আহত এক কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারীসহ আটক- ৯

প্রথম প্রান্তিকে রাজস্বে প্রবৃদ্ধি ১৬%

রিপোর্টারের নাম : / ১০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থাটি মোট ৬৭ হাজার ১২৪ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে যা ছিল ৫৮ হাজার ২৩ কোটি টাকা। এ হিসাবে রাজস্বে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৬৮ শতাংশ বেশি। বুধবার এনবিআরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

এতে দেখা গেছে, সার্বিকভাবে তিন মাসে প্রবৃদ্ধির হার বেশি থাকলেও একক মাস হিসেবে সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ। এর আগের দুই মাস জুলাই ও অগাস্টে প্রবৃদ্ধির হার ছিল প্রায় ১৯ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, মূলত আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক কমে যাওয়ার একটি বড় প্রভাব দেখে গেছে গত সেপ্টেম্বরের রাজস্ব আহরণে। ওই মাসে আমদানি শুল্ক খাতে আগের অর্থবছরের একই মাসের তুলনায় প্রায় ১১৩ কোটি ৬৪ লাখ টাকা বা ১ দশমিক ৪৭ শতাংশ রাজস্ব কমে গেছে। এ খাতে সেপ্টেম্বর রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৫৯১ কোটি টাকা। গত অর্থবছরের একই মাসে যা ছিল প্রায় ৭ হাজার ৭০৫ কোটি টাকা। তবে সেপ্টেম্বরে অন্য দুই খাত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়করে যথাক্রমে প্রবৃদ্ধি হয়েছে ১৭ ও ৭ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কাস্টমস বা শুল্ক খাত থেকে আদায় হয়েছে প্রায় ২২ হাজার ৪৫৫ কোটি টাকা। আগের অর্থবছরের প্রথম প্রান্তিকে যা ছিল প্রায় ১৯ হাজার ২৬৭ কোটি টাকা। প্রথম প্রান্তিকে এ খাতে এখন গড় প্রবৃদ্ধি রয়েছে ১৬ দশমিক ৫৫ শতাংশ।

এছাড়া অর্থবছরের প্রথম প্রান্তিক পর্যন্ত মূসক থেকে আদায় হয়েছে ২৪ হাজার ৫৪৬ কোটি ৬৫ লাখ টাকা। এ আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ৩৭ শতাংশ বেশি। আলোচ্য সময়ে প্রত্যক্ষ কর থেকে আদায় হয়েছে প্রায় ২০ হাজার ১২৩ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর