রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

বরগুনায় নলটোনায় এনসিটিএফ শিশুদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা)প্রতিনিধি / ১১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ মার্চ, ২০২৪

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন এনসিটিএফ সদস্যদের নিয়ে শিশু অধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্য, সুরক্ষা এবং নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গর্জনবুনিয়া স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল হক আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার (মা ও শিশু) ডাঃ মাজহারুল ইসলাম, বরগুনার বিশিষ্ট সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, নলটোনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা নাসিমা আক্তার, গর্জনবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল বাশার এবং সিবিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।
সিবিডিপি ওয়াই-মুভস্ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আবু ইউসুফ সাঈদের পরিচালনায় উক্ত প্রশিক্ষণে নলটোনা ইউনিয়নের ৩০ জন শিশু অংশগ্রহণ করে। শিশুদের মাঝে এনসিটিএফ এর আদর্শকে আরো উজ্জীবিত করতে প্রশিক্ষণ প্রাপ্ত শিশুদের টিশার্ট এবং সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।
কমিউিনিটি বেজ্ড ডেভলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় ২০২০ সাল থেকে বরগুনা জেলার ছয়টি উপজেলা এবং দুর্যোগ কবলিত বিশেষ অঞ্চল নলটোনায় এনসিটিএফ সদস্যদের মাধ্যমে শিশু অধিকার রক্ষা, অংশগ্রহণ, নেতৃত্ব এবং বিকাশে কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর