বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিডি২৪লাইভের বর্ষসেরা জেলা প্রতিনিধি হলেন সিরাজগঞ্জের সোহেল রানা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত গাজীপুরে কারখানা খোলার দাবিতে গণ সমাবেশ শুরু  ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা সুন্দরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড!

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ঢাকার মেয়রকে সহযোগিতার প্রস্তাব জাপান

রিপোর্টারের নাম : / ১৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩ আগস্ট, ২০২২

বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে জাপান। মঙ্গলবার সিঙ্গাপুরের একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে জাপানের ফুকুওকা শহরের মেয়র সোইচিরো তাকাসিমার দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে সোইচিরো তাকাসিমা তাপসকে এ প্রস্তাব দেন। এ সময় তাঁকে ধন্যবাদ জানিয়ে ঢাকা পরিদর্শনের আমন্ত্রণ জানান তাপস।

আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। এতে বলা হয়, একই দিনে সিঙ্গাপুরের জাতীয় উন্নয়নমন্ত্রী ও সামাজিক সেবা সমন্বয়করণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ডেসমন্ড লির সঙ্গেও বৈঠক করেছেন শেখ ফজলে নূর তাপস।

এর আগে বৈঠকে জাপানের ফুকুওকা শহরের মেয়র সোইচিরো তাকাসিমা বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের পাশাপাশি অন্যান্য উপজাতগুলোর ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরেন। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে মেয়র শেখ তাপস ফুকুওকার মেয়রকে ধন্যবাদ জানিয়ে তাঁকে ঢাকা পরিদর্শনের আমন্ত্রণ জানান। ফুকুওকার মেয়র ঢাকা দক্ষিণ সিটির মেয়রের আমন্ত্রণ গ্রহণ করেন এবং মেয়রকেও ফুকুওকা পরিদর্শনের আমন্ত্রণ জানান।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটির মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার সিঙ্গাপুরের মেরিনা স্যান্ডস বে হোটেলে চার দিনব্যাপী ওয়ার্ল্ড সিটিজ সামিট-২০২২ শুরু হয়। আগামীকাল বুধবার ওয়ার্ল্ড সিটিজ সামিট-২০২২ শেষ হবে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকাসহ ৬০টি দেশের মেয়ররা অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর