বাংলাদেশ কৃষকলীগ কালিয়াকৈর উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচি সভা অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে আওয়ামীলীগ অংগসংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ব্যক্তয় জানিয়েছেন উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীরা। এ সময় তারা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী করার আহব্বন জানান।
“কৃষক বাঁচাও দেশ বাঁচাও” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে ওই পরিচিতি সভায় নেতা-কর্মীরা এসব কথা বলেন। উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সংরক্ষিত আসনের এমপি ও বাংলাদেশ কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা রুমানা আলী টুসি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান লিটন, সাধধারন সম্পাদক মনির হোসেনসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগসহ অংগসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করবে উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ উন্নয়নের ধারাবাহিকতায় কৃষি উন্নয়নেও নানা কর্মসূচী গ্রহণ করেছে সরকার। সে লক্ষ্যে সরকার দেশের কৃষকদের মাঝে ইতিমধ্যে বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন উপকরণ প্রদান করছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দিক-নির্দেশনায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল এবং নৌকায় ভোট দেওয়ার আহব্বান জানান বক্তারা। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে আওয়ামীলীগ ও অংগসংসঠনের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ব্যক্তয় জানিয়েছেন উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা।