বাংলাদেশে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ জন ভারতীয় নাগরিক
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন (৪৯বিজিবি) বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ আজ রোববার০৯ জুন ২ ঘটিকায় সমায় বেনাপোল আইসিপি দিয়ে অবৈধভাবে অবস্থান করায় বাংলাদেশ পুলিশ কর্তৃক আটক ০৪ জন চার বছর বাংলাদেশে কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক।ভারতীয় নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দিয়ে ফেরত দেয় হয়।
আটককৃত ভারতীয় নাগরিকদের ফেরত
(১) মুক্তিপ্রাপ্ত ভারতীয় নাগরিক বন্দি নং- ০২/২০২০ (যশোর) সুনীল কুমার সানি, পিতা- বর্মাজী নানা, সাং- বসরাঘাট (বেগুছড়া), থানা- বসরাঘাট বিহার, জেলা- সমন্তিপুর, প্রদেশ- বিহার, দেশ- ভারত,
(২) মুক্তিপ্রাপ্ত ভারতীয় নাগরিক বন্দি নং- ০২/২০২২, (যশোর) রাম পাল, পিতা- কালু, সাং- রামনগরিয়া, থানা- গেজের আউলা, জেলা- পিলিবিট, দেশ- ভারত,
(৩) মুক্তিপ্রাপ্ত ভারতীয় নাগরিক বন্দি নং- ০৪/১৪ (যশোর) রাজকুমার, পিতা- মৃত: বিক্রম পাঞ্জারি (মৃত বিশরমা বাবচারী), সাং- পালরি, জেলা- পশ্চিম বঙ্গ, দেশ- ভারত,
(৪) মুক্তিপ্রাপ্ত ভারতীয় নাগরিক বন্দি নং- ০৭/২০২৪ (যশোর), মাহেন্দ্র, পিতা- জগন্নাথ দাস, সাং- মুসা হারোয়া, সিটি- মতিহারী, জেলা- পূর্ব চ্যাম্পারান, প্রদেশ- বিহার, দেশ- ভারত।
উপরোক্ত ব্যক্তিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘ফেরত দেয়া চার,দুই, দশ বছর ও ছয় মাসের আগে বাংলাদেশে যায়। কাজ করাকালে এই দেশের পুলিশের কাছে আটক হয় তারা। আদালত তাদের ৪,২, ১০, ,বছরের ও ৬ মাসের সাজা দেয়। কারাভোগ শেষে তাদের দেশে ফিরিয়ে দেয়া হয়।