শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশের স্থিতিশীলতায় বিশ্ব অবাক

রিপোর্টারের নাম : / ১৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং ইউনিভার্সিটি অব বার্মিংহামের চ্যান্সেলর লর্ড কারান বিলিমোরিয়া বলেছেন, বাংলাদেশিরা অত্যন্ত সাহসী ও পরিশ্রমী। ব্রিটেনে বাংলাদেশিদের রেস্টুরেন্ট ও বাংলা খাবার অত্যন্ত প্রসিদ্ধ।  ব্রিটেনের অর্থনীতি ও রাজনীতিতে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। করোনাকালে ব্রিটেনের  অর্থনীতি গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ ১০ শতাংশ নিম্নমুখী হয়েছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি ততোটা নিম্নমুখী হয়নি। বাংলাদেশের এ অর্থনৈতিক স্থিতিশীলতা বিশ্বকে অবাক করেছে।

শুক্রবার রাতে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। বিলিমোরিয়া প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন। তিনি জন্মসূত্রে ভারতীয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার পিতা ল্যাফটেন্যান্ট জেনারেল বিলিমোরিয়া সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানান লর্ড কারান। তিনি বাঙালি জাতির উত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সিলেট চেম্বারে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের প্রশংসা করেন।

সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মো. ফয়সল, লিডিং ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া, সিলেট চেম্বারের ফাহিম আহমদ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর