শিরোনামঃ
বিটিভির তালিকাভুক্ত শিল্পী হলেন বরিশালের সুজন লস্কর
নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পল্লীগীতির সঙ্গীত শিল্পী হিসেবে স্থায়ীভাবে তালিকাভুক্ত হয়েছেন বরিশালের উজিরপুর থানার ডহর পাড়া গ্রামের আব্দুল মান্নান লস্কর এর ছেলে মোহাম্মদ সুজন লস্কর।
সঙ্গীত এর কন্ট্রোলার/ প্রোগ্রাম ম্যানেজার ও অডিশন গ্রেডেশন নির্বাচনী কমিটির সদস্য সচিব মোহাম্মদ মোল্লা আবু তৌহিদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
জানাযায় এর আগে ২০২৩ সালে বিটিভিতে অডিশনে অংশগ্রহণ করেছিলেন মোহাম্মদ সুজন লস্কর। এর প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক কর্তৃক তার পরিবেশনা মূল্যায়ন ও কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাংলাদেশ টেলিভিশনে পল্লীগীতির সংগীত শিল্পী হিসেবে “গ” শ্রেণীতে তালিকাভুক্ত করা হয়। অডিশনে অংশগ্রহণ করেছিলেন প্রায় চার শতাধিক শিল্পী।
মোহাম্মদ সুজন লস্কর ১৯৮৯ সালে বরিশালের উজিরপুর থানার ডহর পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সাত ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। ১৯৯৯ সাল থেকেই তিনি সঙ্গীত চর্চা শুরু করেন।
প্রথম গানের হাতেখড়ি গুরু হয় ওস্তাদ আক্কেল আলী হাওলাদার এর কাছ থেকে। এরপরে শ্রী সুবাস চন্দ্র হালদার ও অজিত কুমার এর কাছ থেকে শিক্ষানেন। বর্তমানে তিনি সুশীল দাস এর কাছে গানের তালিম নিচ্ছেন।
বিটিভিতে অডিশন এর আগে তিনি বাংলাদেশ বেতার বরিশালে গান করেন। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে দীর্ঘদিন ধরে গান করে আসছেন তিনি। বর্তমানে তিনি সংগীতের পাশাপাশি কক্সবাজারে একটি তিন তারকা মানের হোটেলের জি এম পদে কর্মরত রয়েছেন।
শিক্ষা জীবনে তিনি এসএসসি এবং এইচএসসি পাশ করেন নিজ গ্রামের এস ডি ইউ মাধ্যমিক বিদ্যালয়,ও গুঠিয়ার আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে। কক্সবাজার সরকারী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও কক্সবাজার সিটি কলেজ থেকে মাস্টার্স শেষ করেন তিনি।
বাংলাদেশ টেলিভিশনে সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার বিষয়ে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মনে করি এত তারাতাড়ি আমি তালিকাভুক্ত হবো হতে পারবো আশা করিনি। সম্মানিত বিচারকরা আমার গান শুনে এবং এত বড় স্টেজ প্রতিযোগিতা করতে পেরে অনেক খুশি এবং আমি তাদের মাঝে গান করতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমার গানে যার অবদান আছে সে আমার স্ত্রী, তার অনুপ্রেরনা থেকে মূলত এতদূর আসা। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, সবার সহযোগিতা পেলে সামনে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর