বেতাগী প্রেসক্লাবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতির মতবিনিময়

বরগুনার বেতাগীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ডক্টর মশিউর মালেক বেতাগী প্রেসক্লাবের গণমাধ্যম কর্মিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ ফেরুয়ারি) রাত সারে ৯ টায় এ মতবিনিময়কালে বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, দৈনিক খবর পত্রের প্রতিনিধি প্রভাষক আবুল বাসার খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বেতাগী উপজেলা শাখার আহবায়ক লুৎফর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান পাভেল, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি প্রভাষক কাইয়ূম সিকদার, দৈনিক আজকের দর্পনের প্রতিনিধি প্রভাষক আশ্রাফুল ইসলাম লিটন, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো: সুজন, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি খায়রুল ইসলাম মুন্না, দৈনিক একুশের কন্ঠের মো: ইমরান হোসেন,এসকে টিভির প্রতিবেদক মো: সুমন সিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় অ্যাডভোকেট ডক্টর মশিউর মালেক জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহবান জানান।