সোমবার, ১০ মার্চ ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে সংবাদকর্মীদের ওপর হামলা-মামলার ঘটনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশ তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা ওসির অপসারণের দাবিতে মানববন্ধন, হামলায় পুলিশসহ আহত ৫ জন রংপুরের তারাগঞ্জে সাংবাদিক নাজিমের ওপর সন্ত্রাসী হামলা! লালমনিরহাটের আলোচিত হাসিনার কাটা মাথা উদ্ধার গ্রেপ্তার-১ ‎পঞ্চম শ্রেণীর ছাত্রী প্রাইভেট পড়তে এসে শিক্ষক কর্তৃক ধর্ষনের স্বীকার জামিয়া উসমান গণী (রা.) মাদরাসার শিক্ষার্থীদের বিভাগীয় কৃতিত্ব যশোরের চৌগাছায় ছেলের হাতে পিতা খুন ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন কাজিপুরে বালু নিংড়ানো পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু 

বেতাগী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

খাইরুল ইসলাম মুন্না  বরগুনা প্রতিনিধিঃ / ১৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১ মার্চ, ২০২৩

বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন বলেছেন, বিদ্যা চর্চার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার প্রসার, শিক্ষাকে যুগোপযোগী করা, বিনামূল্যে বই ও উপবৃত্তির ব্যাবস্থা করেছে। নারী শিক্ষাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তাই ভালোভাবে লেখা পড়া করতে হবে এবং উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বেতাগী সরকারি কলেজের তিন দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতযোগিতার মঙ্গলবার রাত ৮ টায় পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল ওয়ালিদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বরগুনা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য শিমু আক্তার, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রেিযাগিতা কমিটির আহবায়ক অধ্যাপক মো: সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শারীরিক কসরত প্রদর্শন ও শপথ বাক্য পাঠ, ক্রীড়া মশাল প্রজ্জলন, মাঠ প্রদক্ষিন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর