বেতাগীতে নমুনা শস্য কর্তন প্রদর্শনী মাঠ দিবস পালন

বরগুনার বেতাগী উপজেলার কেওড়াবুনিয়া গ্রামে রোপা আমন ব্রিধান-৫২ জাতের নমুনা শস্য কর্তন স্থাপিত প্রদর্শনী মাঠ দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজস্ব খাতের অর্থায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় শতাধিক কৃষকের অংশ গ্রহণে এ মাঠ দিবস পালিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু। এসময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো: মোস্তফা কামাল ও কৃষক আব্দুল আজীজ সহ অন্যান্যরা।