বেতাগীতে বিজয় দিবসের প্রস্ততি সভা

বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ‘২০২২ ইং উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সারে তিনটায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, জেলা পরিষদের সদস্য বাবুল আকতার, বেতাগী সরকারি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল ওয়ালিদ, বুড়ামজুমদার ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুরসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মি।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধীজিবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনে নানা কর্মসূচী প্রনয়ন এবং এ সর্ম্পকিত আলোচনা করা হয়।