বেতাগীতে মা ইলিশ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা

বরগুনার বেতাগীতে মৎস্যজীবী মৎস্য ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিদের সাথে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. সুহৃদ সালেহীন’র সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আনোয়ার হোসেন, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার, বাংলাদেশ নৌ বাহিনী কর্মকর্তা আব্দুল গফুর। স্বগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। ব্ক্তব্য রাখেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার ও উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক লুৎফুর রহমান স্বপন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শুভ সূত্রধর। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মো. আব্দুল গাফফার। পরে প্রধান অতিথি ইলিশ রক্ষা স্বেচ্ছাসেবকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।