শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিটি সফল আন্দোলনের পেছনে ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা ছিল,এম মঞ্জুরুল করিম রনি বশেমুরকৃবি’তে আনন্দ-উৎফুল্লে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনাবাড়ীতে তিন ছিনতাইকারী গ্রেফতার রাজস্ব হারাচ্ছে সরকার:ধর্মঘটে দ্বিতীয় দিনেও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ লালমনিরহাটে জুই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ- পুলিশের সাথে ধস্তাধস্তি টেন্ডার বাক্স লুটের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ

বেতাগীর পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

রিপোর্টারের নাম : / ৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

খাইরুল ইসলাম মুন্না, বেতাগী (রবগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো: আবদুস ছালাম।

পরিদর্শন কালে তাঁরা পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং নিরাপত্তা কর্মীদের বিভিন্ন প্রকার নির্দেশনা প্রদান করেন। এই সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম, সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় তারা প্রথমে হোসনাবাদ ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কের পূজা মন্ডপ পরিদর্শন করেন এরপরে মোকামিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সুধীর মাস্টারের বাড়ির পূজা মন্ডপ এবং সবশেষ বেতাগী শহরের সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন করেন। শেষে বেতাগী সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্ডপ চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম।

এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম, সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, বেতাগী পৌরসভার কাউন্সিলর মোঃ কামাল হোসেন পল্টু, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ গুহ সুমন, পূজামন্ডপ কমিটির সভাপতি সুভাষ মন্ডল ও জেলা উদযাপন কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় হালদার। পরে অতিথিবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর