বেড়ায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/received_1973773139673312-700x390.jpeg)
এস আর শাহ্ আলম (বেড়া) পাবনা: বহুল প্রচারিত দৈনিক “কালবেলা” পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি উদযাপন উপলক্ষে পাবনার বেড়ায় সাংবাদিক সমাবেশ ও ভূরিভোজের আয়োজন করা হয়।
সোমবার দুপুরে উপজেলার প্রাণকেন্দ্র সিঅ্যান্ডবিতে অবস্থিত বনলতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে পত্রিকাটির এক বছর পূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো,রফিকুল ইসলাম সানের সঞ্চালনায় ও দৈনিক কালবেলা পত্রিকার বেড়ার সংবাদদাতা আরিফ ইফতেখার নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেড়া প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো,আরিফুল ইসলাম, অনলাইন পোর্টাল অনাবিল সংবাদ ও দৈনিক খোলা কাগজের বেড়া উপজেলা প্রতিনিধি ওসমান গনি,ডেইলি বাংলাদেশ পোস্ট বেড়া উপজেলা প্রতিনিধি নির্মল কুমার সরকার, দৈনিক সময়ের আলো উপজেলা প্রতিনিধি ও বেড়া প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক এস আর শাহ্ আলম, সাংবাদিক খালেকুজ্জামান পান্নু,মুনসুর আলম খোকন, হারুনুর রশিদ, আরিফ খাঁন, রাউজ আলি সুলভ খাঁন তাইজুল ইসলাম প্রমুখ, প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা এবং উপস্থিত অন্যান্য সাংবাদিক পত্রিকাটির সাফল্য কামনা করেছেন।