মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা উল্লাপাড়ায় বোরো ধান কাটার উৎসব গরমে পুড়ছে যশোর বেনাপোলে ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কাজিপুরে বিধিবহির্ভূতভাবে প্রাথমিকের বই বিদ্যালয়ের বিক্রি  ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জের সলঙ্গায় কলেজে ভাংচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আ.লীগ নেতা কর্তৃক বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় ৬৫ বছর পর মসজিদের সম্পত্তি উদ্ধার উল্লাপাড়ায় গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ জন গ্রেফতার

বেড়ায় ফরমালিন যুক্ত আম খেয়ে ৬ জন অসুস্থ

এস আর শাহ্ আলম বেড়া (পাবনা) প্রতিনিধি / ১৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

পাবনার বেড়া উপজেলায় ফরমালিন যুক্ত আম খেয়ে একই পরিবারের ৬ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বেড়া পৌর এলাকার স্যানাল পাড়া মহল্লায়। স্থানীয় বাসিন্দা

বাবুল আক্তার (৫৫) নামের এক ব্যক্তি দাবী করেছেন, গত মঙ্গলবার (৩০মে) বেড়া পৌর বাজার থেকে কেনা আম খেয়ে তিনি সহ পরিবারের সবাই অসুস্থ হয়েছেন । এদের মধ্যে গুরুতর অসুস্থ দুই জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন বিষাক্ত কেমিক্যাল যুক্ত আম খেয়ে অসুস্থ হয়েছে কিনা , তা রাসায়নিক পরীক্ষা ছাড়া নিশ্চিত বলা যাচ্ছেনা।
বেড়া হাসপাতাল ও অসুস্থ পরিবারের গৃহকর্তা বাবুল আক্তার জানান,গত মঙ্গলবার তিনি বেড়া পৌর বাজার থেকে ৫ কেজি আম কিনে আনেন। ওই দিন রাতে তিনি তিনটি আম খেয়ে ঘুমিয়ে পড়েন । বুধবার ভোর থেকে তার পাতলা পায়খানা ও বমি শুরু হয় । বিষয়টি আচ করতে না পেরে সকালের নাস্তার সাথে তার স্ত্রী আমেনা খাতুন (৪৭), ছেলে মোহাম্মদ আলী (৩০), মেয়ে মোছাঃ তাসলিমা খাতুন (১৭), নাতি আলিফ (৬) ওই আম খেয়ে ফেলেন। আম খাওয়ার দুই তিন ঘন্টা পর থেকে তাদের মধ্যে একই উপসর্গ দেখা দেয়। এদের মধ্যে মেয়ে তাসলিমা ও নাতি আলিফের অবস্থার মারাত্মক হলে তাদেরকে বেড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফাতেমা তুজ জান্নাত জানান, বুধবার রাতে গুরুতর অসুস্থ দুইজন ডায়রিয়া আক্রান্ত রুগী ভর্তি করা হয়েছে। খাদ্য বিষক্রিয়া জনিত কারণে তারা অসুস্থ হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। তবে কেমিক্যাল যুক্ত আম খেয়েই তারা অসুস্থ হয়েছে এটি রাসায়নিক পরীক্ষা ছাড়া বলা সম্ভব না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর