বেড়ায় বেওয়ারিশ গরুর মাংস বিক্রি
পাবনার বেড়ায় একটি বেওয়ারিশ গরু জবাই করে ৫ ‘শ টাকা কেজি দরে মাংস বিক্রি করা হয়েছে।জানা যায় , আজ বুধবার ভোরে উপজেলার পেচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের মধ্যে একটি বেওয়ারিশ ষাঁড় গরু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী।খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ষাঁড় গরুটি উদ্ধার করেন পুলিশ। এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাশিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান , প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাতে কে বা কাহরা গরুটি চুরি করে পালানোর সময় উক্ত খালের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসীর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সারারাত গরুটি পানিতে শীতের মধ্যে থেকে মুমূর্ষু হয়ে পড়েছে।যেকোনো মুহূর্তে মারা যেতে পারে, তাই উপাজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গরুটি জবাই করা হলে প্রায় ২ মণ মাংস হয়। যা ৫’ শ টাকা কেজি দরে এলাকাবাসীর মাঝে বিক্রি করা হয়েছে। তিনি আরও বলেন , গরুর প্রকৃত মালিককে খুঁজে পাওয়ার জন্য ইতোমধ্যে আমরা আশেপাশের এলাকায় ম্যাসেজ দিয়েছি। শুধু তাই নয় মাংস বিক্রির টাকা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে জমা রাখা আছে, উপযুক্ত প্রমাণ দিয়ে প্রকৃত গরুর মালিক এ টাকা নিয়ে যেতে পারবেন।