ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টায় পৌর সদরের পশ্চিম পাশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি।
স্থানীয়দের মধ্যে কেউ বলছে আত্মহত্যা কেউ বলছে মোবাইল কানে রেললাইনের মাঝ খান দিয়ে যাবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
(ওসি) নাজমুল হক জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।