ভাঙ্গুড়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় ইয়াং সওদাগর স্পোর্টিং ক্লাবের আয়োজনে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার উত্তর মেন্দায় শুক্রবার (৩ ফেব্রুয়ারী) দিনগত রাতে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচটি নয়ন ক্রিকেট একাদশ উত্তর মেন্দা ভাঙ্গুড়া পাবনা বনাম ভাই ভাই খেলাঘর ভাঙ্গুড়া পাবনার মধ্যে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে পাঁচ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়
নয়ন ক্রিকেট একাদশ। চ্যাম্পিয়ন দলের আজিজুল ইসলাম ১৭ রান ও পাঁচ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন শাকিল। আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন বিদ্যুৎ ও হারিজুল। উক্ত ম্যাচে ধারাভাষ্যকার ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন। ইয়াং সওদাগর স্পোর্টিং ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে খেলার প্রধান অতিথি ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরানের উপস্থিতিতে ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা।