রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার: / ২০৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জুন, ২০২২

পাবনার ভাঙ্গুড়ায় দিন ব্যাপি নানা আয়োজনে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম দল আওয়ামীলীগের ৭৩তম পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।

বিকালে দলীয় চত্বরে র‌্যালী, আলোচনা সভা,দোয়া,কেক কাটা, ও মিষ্টি বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা চেযারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন ছবি,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জব্বার ছানা, সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল,সরদার আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভঅপতি ওমর ফারুক রানাসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমরান হাসান আরিফ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুল হাসান বিপ্লব,পৌর ছাত্রলীগ সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খাঁনসহ উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শত শত জনতা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ,দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এর আগে দলীয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর