বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

ভোটকেন্দ্র-নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ মানবাধিকার কমিশন

রিপোর্টারের নাম : / ৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন এবং নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

তারা রাজধানী ও ঢাকার কেরানীগঞ্জের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তারা ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নারী ও সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ, কেন্দ্রের সুযোগ-সুবিধা, নির্বাচনকালীন মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় কমিশনের প্রতিনিধিদল ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টসহ সকল শ্রেণি-পেশার ভোটারদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজ-খবর নেন। রোববার (৭ জানুয়ারি)  কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ভোটকেন্দ্র পরিদর্শনকালে পুরোপুরি সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ দেখেছি। সংখ্যালঘু ও নারী ভোটারগণও স্বত:স্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। দিনব্যাপী নাগরিকগণ যাতে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে কমিশন সজাগ রয়েছে। স্বাধীন ভোটদানের পরিবেশের মাধ্যমেই গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও মানবাধিকার সংস্কৃতির বিকাশ সম্ভব। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়ে আশা ব্যক্ত করেছিলেন তিনি।

ড. কামাল আরও বলেন, নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন, নির্বাচন পরবর্তী মানবাধিকার সুরক্ষায় কমিশন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। কমিশন নির্বাচন পরবর্তী নিরাপত্তা পরিস্থিতিও গভীরভাবে পর্যবেক্ষণ করবে। পরিদর্শনকালে কমিশনের  সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা, অবৈতনিক সদস্য মো: আমিনুল ইসলাম, সচিব সেবাস্টিন রেমা, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো: আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভোট পরিদর্শনের এক পর্যায়ে সস্ত্রীক কলাবাগান লেক সার্কাস বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর