রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর

রিপোর্টারের নাম : / ৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

খাইরুল ইসলাম মুন্না,বরগুনা :শনিবার ১৭ তারিখ ২০২৪ বিকাল ৪.৩০ এ বরিশাল ব্রজমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অডিটোরিয়ামে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের ৮ম কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় রায়হান কবির শাওন ও জাহিদুল ইসলামকে।

কমিটির অন্যান্য দায়িত্বে আছে,সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম, দপ্তর সম্পাদক সাব্বির সিকদার,কোষাধ্যক্ষ মোঃবায়জিত সহ সর্বোমোট ৭১ জন।

 

উক্ত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডাঃখালিদ মাহমুদ সহকারী রেজিস্ট্রার, সদর হাসপাতাল,বরিশাল, বিশেষ অতিথি ছিলেন রাসেদুল খান,সাব ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ ও মোঃ সেলিম রেজা,সহকারী উপ পুলিশ পরিদর্শক, বরিশাল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি সাধারন সম্পাদক ও বর্তমান পরিচালক বৃন্দরা।

সংগঠনটি মূলত বরিশালস্থ মির্জাগঞ্জের সকল শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে ২০১৫ সালে।সংগঠনটি শিক্ষার্থীদের মেধাবিকাশ,দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাড়ানো,বৃক্ষরোপন,স্বাস্থ্য ক্যাম্প,চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাড়ানো সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির উপদেষ্টা ডাঃ খালিদ মাহমুদ বলেন,পড়াশোনার পাশাপাশি সামাজিক সংগঠন গুলোর সাথে কাজ করার গুরুত্ব অনেক।এবং এর মাধ্যমে নেতৃত্বের গুনাবলি সৃষ্টি হয়।তিনি সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে বলেন।এছাড়াও বিশেষ অতিথি এবং সংগঠনটির উপদেষ্টা রাসেদুল খান ও সেলিম রেজা বলেন সকল সামাজিক কাজের তোমরা উদ্যোগ নেও আমরা তোমাদের পাশে আছি।তরুন নেতৃত্বের জন্য তারা উৎসাহ প্রদান করেন। পরিচালক সোঃ সোহেল রানা সংগঠন করে কি লাভ হয় ব্যক্তি জীবনে তা সংগঠনের নবীন সদস্যদের বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর