যশোরে ডিবি’র অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদকঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পৌনে ৮ সময় কোতয়ালী মডেল থানাধীন নতুন উপ-শহর সংলগ্ন নিউমার্কেট টু পালবাড়ী রোডের পাশে আহাদ খাবার হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, কোতয়ালী থানাধীন বসুন্দিয়া (খানপাড়া) গ্রামের সোহাগ খান (৩০) এবং একই
থানাধীন গাইদগাছি (কুন্ডুপাড়া) গ্রামের হারেজ আলীর ছেলে মিরাজুল ইসলাম (৩২)।
এবিষয়ে বাদী হয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এএস আই আজাহারুল ইসলাম
কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।