শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

রায়গঞ্জে সভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনুপস্থিত পাতানো নিয়োগ বাস্তবায়ন করল ডিজির প্রতিনিধি

রিপোর্টারের নাম : / ১০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

নিয়োগ কমিটির সভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনুপস্থিত থাকার পরেও রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাশী বালিকা উচ্চ বিদ্যালয়ে পাতানো নিয়োগ বাস্তবায়ন করে দিয়েছেন মহাপরিচালক (ডিজি) এর প্রতিনিধি উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে গ্রাম পাঙ্গাশী বালিকা উচ্চ বিদ্যালয়ে শুধু আগে থেকেই নির্ধারিত প্রার্থীদের সাথে কিছু প্রক্সি প্রার্থী এনে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।

পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য বসলেও সেখানে সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখা যায়নি। পরীক্ষা নেওয়ার জন্য ডিজি’র প্রতিনিধি ও কমিটি পরীক্ষার্থীদের নিয়ে বসেছেন একটি কক্ষে।

জানা গেছে, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক কামরুল হুদাকে প্রধান শিক্ষক ও মীরের দেউলমুরা গ্রামের ইব্রাহিমের ছেলে রবিউলকে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেওয়ার বিপরীতে আগেই মোটা টাকা উৎকোচ গ্রহণ করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি।

তবে এব্যাপারে কোনও তথ্য দিতে ও মন্তব্য করতে রাজি হননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন নাহার।

এ ব্যাপারে কমিটির অভিভাবক সদস্য মতিয়ার রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানের কিছু কাজ করতে হবে তাই নিরাপত্তাকর্মী পদে নিয়োগের বিপরীতে কিছু টাকা নেওয়া হয়েছে। তবে প্রধান শিক্ষক নিয়োগে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

এ ব্যাপারে কথা বলার জন্য ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে কথা বলার জন্য রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ডিজি’র প্রতিনিধি উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান বলেন, শিক্ষা কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ হচ্ছে। আর আমি এখানে এসেই প্রশ্ন করেছি। নিয়োগের কাজ চলছে। তবে অভিযোগ থাকলে এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর