রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ দূত
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেইজার। গতকাল বেলা সাড়ে ১১টায় তিনি চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছেন। ১২টার দিকে ৪ নম্বর ক্যাম্পে শরণার্থীদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, নোয়েলিন হেইজার ক্যাম্পে ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএমের চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। আজ সকালে কক্সবাজার শহরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।