লালমনিরহাট প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন!
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/09/received_1496614901162721-700x324.jpeg)
আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাট সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে প্রেস ক্লাবের নতুন করে আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) শহরের আলোরুপা মোড় মুনষ্টার হোটেলে দুপুর ২ টায় শহরের সিনিয়র সাংবাদিকগণের উপস্থিতিতে এবং সকলে একত্রিত প্রকাশ করায় প্রেসক্লাবের ০৭ সদস্য আহবায়ক কমিটি গঠন করেছে।
আহবায়ক কমিটির আহবায়ক হলেন এটিএন বাংলা ও সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন স্বপন, সদস্য সচিব সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী, যুগ্ন আহবায়ক সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা।
আহবায়ক কমিটির সদস্য হলেন সিনিয়র সাংবাদিক আব্দুর রব সুজন, সিনিয়র সাংবাদিক মিলন পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক দিলীপ রায়, সিনিয়র সাংবাদিক উত্তম রায়।
উল্লেখ্য, লালমনিরহাট প্রেসক্লাবের ২৭ জন সদস্যদের মধ্যে ২০ জন সদস্যর উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।