লালমনিরহাটে আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় লালমনিরহাটে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ২৫ ফেব্রুয়ারী ) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড় চত্ত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট সফুরা বেগম রুমী। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলার সভাপতিত্বে এ শান্তি সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান।
জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, নজরুল ইসলাম রাজু, যুগ্মসাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, শফিকুল ইসলাম শফি, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন।
অনুষ্ঠানে বক্তারা তৃণমূলের আওয়ামী লীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, নিজেদের সব বিবাধ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাই বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে মোকাবেলা করতে হবে।