লালমনিরহাটে হিটস্টোকে একজন দিনমজুরের মৃত্যু
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাঠে কাজে গিয়ে হিটস্টোকে আমিনুল ইসলাম (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
মৃত্যের ছোট ভাই ফারুক হোসেন জানান, অন্যের জমিতে দিনমজুরী দিয়ে চলে আমিনুলের সংসার। প্রতিদিন ন্যায় শনিবার প্রতিবেশি একজনের ক্ষেতে আমন ধানের চারা লাগানোর কাজ করছিলেন আমিনুল ইসলাম। দুপুরের তপ্তরোদে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে গেলে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা আমিনুলকে মৃত ঘোষনা করেন।
আদিতমারী হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.বৃষ্টি জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।