শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ভাঙ্গুড়ার মাহবুব-উল-আলম

শিক্ষা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড -২০২২ লাভ করেছেন পাবনার ভাঙ্গুড়ার মাহবুব উল আলম বাবলু।গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষ আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
জানা গেছে, মাহবুব স্থানীয় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ভাঙ্গুড়া সংবাদদাতা।তিনি দীর্ঘ ৩০ বছর ধরে কলেজ শিক্ষকতা ও ৪০ বছর ধরে মফস্বল সাংবাদিকতার সঙ্গে জড়িত। তিনি দৈনিক বার্তা, মুক্তকন্ঠ ও জনকন্ঠ পত্রিকায়ও কাজ করেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি এস.এম.মজিবুর রহমানের হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহন করেন।এ অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন ও শেরে বাংলা রিসার্চ কাউন্সিল।
শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও ভারতের বিশিষ্ট সমাজকর্মী মোশাররফ হোসেন প্রমুখ।এবিষয়ে মাহবুব উল আলম বাবলু বলেন, রাজশাহী বিভাগ থেকে নমিনেশন পেয়ে তিনি শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ লাভ করেছেন।তাকে এ সম্মানে ভূষিত করায় তিনি কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।