সাংবাদিক প্রভাষক গিয়াস উদ্দিন সরদারের একমাত্র কন্যার জন্মদিন

আজ শনিবার গর্বিতা উম্মে জাহবিন এর জন্মদিন। সে ১১ বছর অতিক্রম করে ১২ বছরে পা দিলো। গর্বিতা উম্মে জাহবিন পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুড়া গ্রামের বাসিন্দা,দৈনিক দেশ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন সরদারের এক মাত্র কন্যা। ঠিক এগার বছর আগে এই দিনে গর্বিতা উম্মে জাহবিন জন্ম গ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে তার মা বাবা সকলের কাছে একমাত্র কন্যা সন্তানের জন্য দোয়া চেয়েছেন।