সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু গাকৃবিতে আন্ত:অনুষদ ও আন্তঃহলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাংবাদিকদের সাথে জিএমপি কমিশনারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

গাজীপুর মহানগর পুলিশের নয়া পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মোঃ মাহবুব আলম। মঙ্গলবার (৬ জুন) সকালে তার নতুন কর্মস্থলে যোগদান করেন। এরপরেই বিকেল ৩ টায় গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এসময় নয়া পুলিশ কমিশনার বলেন, আমরা নতুন প্রজন্মের অফিসারদের নিয়ে টেকনোলজি নির্ভর আধুনিক এবং সভ্য নাগরিক সমাজের সুন্দর সেবা দেওয়ার জন্য যে-ধরনের পুলিশিং প্রয়োজন সেটার সূচনা করবো। বিশেষ করে আমি টেকনোলজি নির্ভর পুলিশিং পছন্দ করি। সেভাবে গাজীপুর মেট্রোপলিটন গঠন করা হবে। আমার যারা পূবসূরী ছিলেন, এখনো যারা কর্মরত রয়েছেন। তারা যে ভালো কাজগুলো করেছেন সেগুলো অব্যহত থাকবে। মাদক, ছিনতাই, যানজট এসকল বিষয়ে সেবাগুলো নিশ্চিত করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশন নতুন নির্বাচিতরা এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করবো। পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন সেবা, পুলিশ ক্লিয়ারেন্স সেবা, মামলা জিডি থেকে প্রত্যেকটা বিষয়ে একটা দৃশ্যমান সেবা ও একশন যেন থাকে সেভাবেই কাজ করা হবে। নতুন কমিশনার হিসাবে এটুকু বলতে চাই কথা নয় কাজ করে আমরা দেখাবো। আমরা প্রমান করবো অনন্য মেট্রোপলিটন থেকে আধুনিক সেবা নিশ্চিত করবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের নয়া পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম ১৯৭৩ সালে কুমিল্লার জেলার হোমনার খোদে দাউদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।

প্রায় ২৪ বছরের চাকুরি জীবনে পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন জনাব মাহবুব আলম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি), অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার দায়িত্বে থাকাকালীন বাংলাদেশ পুলিশের নবাগত ইউনিট গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গঠন প্রণালীর কাজে বিশেষভাবে নিয়োজিত ছিলেন। নতুন এই ইউনিটের প্রাথমিক অবকাঠামোগত উন্নয়ন তাঁর হাতেই সাধিত হয়। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দায়িত্ব পালনকালে তিনি সাহসী এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ দুই বার প্রেসিডেন্ট পুলিশ পদক ‘পিপিএম’ এবং একবার ‘বাংলাদেশ পুলিশ মেডেল ‘বিপিএম’ একবার আইজিপি ব্যাজ পদকে ভূষিত হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগদানের পূর্বে তিনি এপিবিএন এর ডিআইজি (অপারেশনস্) হিসেবে নিয়োজিত ছিলেন। গত ৩১ মে জননিরাপত্তা বিভাগের আদেশে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর