সিরাজগঞ্জ সরকারি কলেজের নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সরকারি কলেজের নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালন করা হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৭ টায় কলেজে জাতীয় সংগীত পরিবেশনের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর পরে শেখ কামাল অডিটোরিয়াম সাড়ে ৭ টায় আলোচনা সভা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ করা হয়। এরপর কলেজ মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। কলেজ জামে মসজিদে কোরআনখানি বাদ জুম্মা শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল। বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ এবং সভাপতিত্ব করেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর সন্তু কুমার দত্ত। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ছিলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হাশেম – উল- ইসলাম। আরো সার্বিক সহযোগীতা ও দায়িত্ব পালন করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ উম্মে তাসলিম, অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মোছাঃ সুবর্ণা লায়লা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহিন আলম, ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোঃ ফিরোজ আলী। বিজয় দিবসের অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের প্রধানগণ, অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক গণ এবং কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাশেদ খান, সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ মুন্না সহ অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দরা, সাধারণ ছাত্র -ছাত্রীরা উপস্থিত ছিলেন।