শিরোনামঃ
অবৈধ অভিবাসী প্রত্যাবাসনে বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণা ইতালির সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা বাড়ছে বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু মাদকপাচার রোধে আসছে অত্যাধুনিক প্রযুক্তি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো উৎপাদন নাগরিকত্ব সনদ ছাড়াই এনআইডি করতে পারবে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশিরা ম্যাংগো স্পেশাল ট্রেন এবার চলবে পদ্মা সেতু দিয়ে ইউরোপে নতুন শ্রমবাজার সার্বিয়া ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে স্থায়ী বন্ধন’ ডেঙ্গু ঠেকাতে এবার মাস্টারপ্ল্যান হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণ করতে হবে যাত্রী সুবিধা অনলাইনে চার্জ নেবে দেশের ৪ স্থলবন্দর কাজিপুরে মা দিবসে আলোচনা সভা কাজিপুরে সিএজি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময় সলঙ্গায় জিনের বাদশা প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার-৬টি সোনালী রংয়ের মুর্তি উদ্ধার কোনাবাড়ীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার অনাবাদি জমি সমবায়ের মাধ্যমে চাষ করুন নতুন রাষ্ট্রদূত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নেবে: পররাষ্ট্রমন্ত্রী

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সরকারি কলেজের নানা আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কলমের বার্তা / ২০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

মহান ২১ ফেব্রুয়ারী ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে সিরাজগঞ্জ সরকারি কলেজের কার্যক্রম শুরু হয়।

সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল এর নেতৃত্বে কলেজের সকল শিক্ষক ও কর্মচারী, শিক্ষার্থী, ছাত্রলীগের নেতৃবৃন্দরা শহরের প্রধান প্রধান সড়কে প্রভাত ফেরী করে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা শেষ করে এসে
সকাল ৯ টার দিকে, কলেজের শহিদ মিনার চত্বরে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ করার পর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। বাদ যোহর কলেজ জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শরীফ-উস- সাঈদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মহান ২১ ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির -২০২৪ এর সভাপতি প্রফেসর এ.এইচ.এম. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরোও বক্তব্যে রাখেন এবং উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ মুন্না, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ জীবন সেখ, সজীব সেখ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলেজের সহকারি অধ্যাপক নাসরিন জান্নাত নূপুর, শফিকুল ইসলাম তালুকদার, প্রভাষক শফিকুল ইসলাম তালুকদার।

সিরাজগঞ্জ সরকারি কলেজের সাহিত্য সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ, কবিতা আবৃতি ও ভাষার গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে কলেজের ১৭ টি বিভাগ, মনিটরিং কমিটি সকল শিক্ষক, কর্মচারী, বিএনসিসি, গার্ল ইন রোভার, যুবরেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

26


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর