বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো সব জায়গায় রয়ে গেছে,কারামুক্ত মাওলানা মহিবুল্লাহ ভাঙ্গুড়ায় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে অর্ধেক দামে পিয়াজ আলু বিক্রি, উপকৃত সাধারণ মানুষ

সিরাজগঞ্জ-২ আসনের জন্য আঃলীগের মনোনয়ন উত্তোলন করে জমা দিলেন- পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশায়ী সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র, বাংলাদেশ মিউনিসিপ্যাল এসোসিয়েশন (ম্যাব) মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা তিনি বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম উত্তালন করার পর তা পূরণ করে জমা দিয়েছেন ।

শনিবার ১৮ নভেম্বর -২০২৩ খ্রীঃ বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনে মনোনয়ন ফরম তোলেন এবং রবিবার ১৯ নভেম্বর-২০২৩ তারিখে দুপুরের দিকে তা পূরণ করে জমা দেন – মনোনয়ন প্রত্যাশায়ী সৈয়দ আব্দুর রউফ মুক্তা’র তার বড় ছেলে তানভির আহম্মেদ ও সৈয়দ তানজির আহম্মেদ।

গত শনিবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সৈয়দ আব্দুর রউফ মুক্তা তিনি বলেন- আমি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে
আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন বলে খুবই আশাবাদী । মনোনয়ন পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো এবং সিরাজগঞ্জ-২ আসনের
ভোটারা আমাকে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করবেন কারন তৃণমূল জনগণের সাথে রয়েছি জনগণের জন্য কাজ করে আসছি । তাই জননেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে এ আসনে আমাকে নৌকা প্রতিক মনোনয়ন দিলে এ আসনটি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
এ জন্য সিরাজগঞ্জবাসী ও দেশের মানুষের কাছে দোয়া চাই।
এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা দিলে আমি অবশ্যই জয় লাভ করে জনগণের ব্যাপক সেবা করবো সিরাজগঞ্জ আরো উন্নয়ন করবো স্মার্ট বাংলাদেশ বিনির্মানের পথে থাকবো ।

সাংবাদিকদের প্রশ্ন – আপনি সিরাজগঞ্জের দুই দুইবার মেয়র এখন সংসদ সদস্য নির্বাচিত হয়ে কোন কাজটি আগে করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি প্রায় সাত বছর যাবৎ সিরাজগঞ্জের মেয়র হিসেবে সুনামের সহিত জনগণের সেবা করে আসছি। আমার সবটুকু দিয়ে সিরাজগঞ্জের ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করেছি; আমার বিশ্বাস পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি।’

তিনি আরো বলেন- আমি সিরাজগঞ্জের উন্নয়নে বহু কাজ করেছি। আমার বিশ্বাস সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। তখন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর