শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে  আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

নারীর সমঅধিকার, সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ- এই শ্লোগানে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে
শুক্রবার (৮ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সন্মুখে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় থাকে তখনই নারী পুরুষদের সমঅধিকার প্রতিষ্ঠা হয়। নারীদের কাজের স্বীকৃতি ও মূল্যায়ন করা হয়। আর এদিবস উদযাপন করা হয় নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতিসন্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্য প্রতিবছর এ দিনটি পালিত হয় সারা বিশ্বজড়ে তারই অংশ হিসেবে পালন করছি আমরাও।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ (সুপার ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ হান্নান মিয়া, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী মহিলালীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রইচ উদ্দিন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (জেজিডি) খালেকুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিশিষ্ট সাংবাদিক মোঃ হেলাল আহমেদ।

এ সময়ে অনুষ্ঠানে, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিরাজগঞ্জ উপ-পরিচালক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ, হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার বাবুল আক্তার, আবু হাছিফ মল্লিক, ফিল্ড সুপারভাইজার গোলজার হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মনিরুজ্জামান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা,এবং স্বপ্নসারথি কিশোরীরা দলের মেয়েরা, এনজিও প্রতিনিধিগন, স্কুল ও কলেজের মেয়েরা এবং অন্যান্য নারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। ১৮৫৭ খ্রীঃ যুক্তরাষ্ট্রে নারী শ্রমিকদের হাত ধরেই সূচনা ঘটে নারী দিবসের। নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকার প্রতিষ্ঠায় কয়েকজন সাহসী নারী এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন। প্রায় ১৫ হাজার নারী সেদিন নিউইয়র্ক সিটির রাস্তায় নেমেছিলেন। নারীর অধিকার রক্ষার আন্দোলন করেছিলেন তারা।
১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটিতে প্রথম নারী দিবস পালন করা হয়। এটি জাতীয় নারী দিবস হিসেবে পরিচিত ছিল। অ্যাক্টিভিস্ট থেরেসা মালকিয়েলের পরামর্শে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি এই তারিখে দিনটি উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর